কলকাতা ব্যুরো: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে নিখোঁজ হলেন তিন মৎস্যজাবী। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় তাঁরা মাছ ধরে ফিরছিলেন। আর সেই সময়ই তাঁরা সাইক্লোন গুলাবের মুখে পড়েন ৷ নিখোঁজদের খোঁজে তল্লাশি চলছে।

রবিবার সন্ধ্যায় শ্রীকাকুলামের একদল সমুদ্র থেকে ফেরার সময় মান্দাসা উপকূলে সাইক্লোনের মুখে পড়েন ৷ তাঁরা মোট ৬ জন ছিলেন নৌকায় ৷ তাঁদের উপর সাইক্লোনটি আছড়ে পড়ায় নৌকা থেকে পাঁচজন সমুদ্রে পড়ে যান ৷ একজন নৌকায় তখনও ছিলেন ৷ বজ্রপুকোটুরু থানার সাব ইন্সপেক্টর গোবিন্দ রাও প্রাথমিকভাবে জানিয়েছেন, সমুদ্রে মৎস্যজীবীদের নৌকাটি উল্টে গিয়েছিল ৷ পুলিশ-প্রশাসনের তরফে ওই পাঁচ মৎস্যজীবীকে উদ্ধারের চেষ্টা চালানো হয় ৷ তাঁরা প্রত্যেকেই শ্রীকাকুলামের বাসিন্দা ৷ ওই পাঁচজনের মধ্যে তিনজনকে খুঁজে পাওয়া গেলেও বাকি দু’জন নিখোঁজ ৷ অনুমান করা হচ্ছে যে তাঁরা মারা গিয়েছেন ৷ নৌকায় থাকা আরও এক জেলে এখনও নিখোঁজ রয়েছেন ৷

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় গুলাব অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে ৷ মেটেরোলজিক্যাল বিভাগ জানাচ্ছে, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই সাইক্লোন কলিঙ্গাপত্তনম থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে উত্তর অন্ধ্রপ্রদেশের উপর রয়েছে ৷ আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, আগামী ৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় গুলাব গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷

এদিকে ঘূর্ণিঝড়ের পরিস্থিতিতে ওড়িশার গজপতি জেলার গুমা ও গোসানি ব্লকে দু’টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে ৷ গোসানিতে এনডিআরএফ টিম কমান্ডার বিশ্বনাথ চৌধুরী বলেন, আমাদের কাছে ঘূর্ণিঝড় ও বন্যার মোকাবিলা করার জন্য সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে ৷ সেই অনুযায়ী পরিস্থিতির মোকাবিলা করবো আমরা ৷

Share.
Leave A Reply

Exit mobile version