কলকাতা ব্যুরো: কবে দূর হবে করোনা পরিস্থিতি? তা এখন লাখ টাকার প্রশ্ন। তবে এই পরিস্থিতিতে আশার আলো দেখালেন আইসিএমআর-এর শীর্ষ অধিকর্তা কারণ, তিনি জানান আগামী মার্চেই বদলাতে পারে গোটা পরিস্থিতি। প্যানডেমিক থেকে এন্ডেমিক হয়ে উঠবে করোনা।

আইসিএমআর-এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ডঃ সমীরণ পাণ্ডা জানান, করোনার তৃতীয় ঢেউতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল মহারাষ্ট্র, দিল্লি এবং পশ্চিমবঙ্গে। আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। পাল্লা দিয়ে মৃতের সংখ্যাও বাড়তে থাকে। তবে বর্তমানে সেই সংখ্যা কমছে।

স্বাস্থ্যদপ্তরের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫২৩ জন। এখনও পর্যন্ত মোট ২০ লক্ষ ৩ হাজার ৬৯২ জন কোভিড আক্রান্ত। গত প্রায় তিন সপ্তাহ ধরে কোভিডে দৈনিক মৃতের সংখ্যা ৩০ পার। শুক্রবারও রাজ্যে কোভিড প্রাণ কেড়েছে ৩৫ জনের। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩। পজিটিভিটি রেট ৩.১০ শতাংশ। মহারাষ্ট্র এবং দিল্লির গ্রাফ বেশ নিম্নমুখী।

আইসিএমআর-এর শীর্ষ অধিকর্তার দাবি, মার্চের দ্বিতীয় সপ্তাহে সংক্রমিতের সংখ্যা কমবে আরও। কমবে ভয়াবহতা। করোনা রূপ নেবে সাধারণ সর্দি, কাশির। তার ফলে সাধারণ মানুষ আবারও পুরনো জীবনযাত্রা ফিরতে পারবেন বলেই আশা। তবে মাস্ক ব্যবহারের ক্ষেত্রে ইতি ঘটবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version