কলকাতা ব্যুরো: আসানসোলে কৃষকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে সভার মধ্যে দিয়ে আদবে বিজেপি বিরোধী প্রচার করলেন শিখ সম্প্রদায়ের সংগঠনের নেতারা। পাশাপাশি এই সভায় ঝান্ডা ছাড়া হাজির থাকলেন তৃণমূল নেতৃত্ব। এই মোদি বিরোধী প্রচারের সুফল পেতে পারে তৃণমূল।
দিল্লির কৃষক আন্দোলনে বামেদের জোরালো সমর্থন থাকলেও রবিবার আসানসোলে সভায় কিন্তু তাদের টিকিটিও দেখা পাওয়া গেল না। ফলে প্রশ্ন উঠছে, আদবে কৃষকদের সমর্থনে আসানসোলে এই সভা তৃণমূলের ভোট প্রচারের অংশ কি না।


যদিও শিখ সম্প্রদায়ের কৃষক আন্দোলনের নেতাদের বক্তব্য, বিজেপি বিরোধী হিসেবে তারা সভা করছেন এবং বক্তব্য রাখছেন। যারাই বিজেপির বিরুদ্ধে এবং কৃষক সংগঠনের আন্দোলনকে সমর্থন করবেন, তারা এক মঞ্চে আসতে পারেন। কিন্তু কেন বামেরা এই সভায় নেই, তা নিয়ে কেউ মুখ খুলছেন না। মলয় ঘটক তৃণমূলের স্থানীয় নেতাদের নিয়ে অবশ্য দর্শক আসনে বসেই এই সভা প্রত্যক্ষ করলেন।

সংযু্ক্ত কিষান মোর্চার আসানসোল কিষান পঞ্চায়েতের সভায় দিল্লীর মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন কৃষক নেতারা । এদিন আসানসোল উৎসব ময়দানে সংযু্ক্ত কিষান মোর্চার আসানসোল কিষান পঞ্চায়েতের সভায় কৃষক নেতারা বলেন -ভারতের অখন্ডতা রুখতে মোদী সরকারকে এই মূহূর্তে গদিচ্যুত করা দরকার।

Share.
Leave A Reply

Exit mobile version