কলকাতা ব্যুরো: আম্পানে যে ক্ষতি হয়নি, তার শতগুণ ক্ষতি মন্দারমনিতে করে দিল ঘূর্ণিঝড় যশের দোসর হয়ে ভেসে আসা সমুদ্রের জলোচ্ছ্বাস। বুধবার দুপুরের পর সমুদ্রের প্রবল জলোচ্ছাসে মন্দারমনির পর্যটন ব্যবসার একরকম কোমর ভেঙে দিয়েছে। এখানে সমুদ্রের ধারে শ দেড়েক বিভিন্ন মাপের রিসোর্ট রয়েছে সুন্দর করে সাজানো গোছানো। অথচ বুধবার দুপুরের পর থেকে সমুদ্রের প্রবল জলোচ্ছাসে সেইসব রিসোর্ট একরকম জলমগ্ন হয়ে গিয়েছিল। তার সঙ্গে প্রবল ঝড়ে কোন হোটেল ভেঙে পড়েছে, কারোর দরজা-জানালা উড়ে গিয়েছে। কোন ঘরের টিভি উড়ে গিয়েছে পাশের রাস্তায়, কারোর খাট গিয়েছে পাশের রিসোর্টে। ফলে জল নামার পর এখন ধ্বংসস্তুপে পরিণত হওয়া একেকটি রিসোর্ট দেখে কার্যত ভেঙে পড়েছেন মালিকরা।


গত প্রায় দেড় বছর ধরে করোনা আবহে সব ব্যবসার মতই ধুঁকছে মন্দারমনির পর্যটন ব্যবসা। তারই মধ্যে বুধবার প্রবল ঘূর্ণিঝড় এর সঙ্গে সমুদ্রের জলোচ্ছাসের মন্দারমনির পর্যটন ব্যবসাকে পথে বসিয়ে দিয়েছে। কবে আবার নিজের পায়ে দাঁড়াবে মন্দার মনি তা নিয়ে যথেষ্ট সন্দিহান মালিকেরা। তাদের বক্তব্য, জলোচ্ছ্বাসের সঙ্গেই ঝড়ো বাতাস- এই দুইয়ের জোড়া ফলায় মন্দারমনি হোটেল রিসোর্ট একেবারে শুয়ে পড়েছে। শুধু জল ঢুকে যাওয়ায় নয়, প্রবল ঝড় এবং বৃষ্টির সঙ্গে সমুদ্রের জলোচ্ছাসের ঘরে জল ঢুকেছে। আবার হওয়ায় ঘরগুলো দফারফা। রিসোর্ট এর ক্ষেত্রে কাঁচ দিয়ে বা পর্যটক টানতে বিভিন্ন ভাবে সুন্দর করে সাজানোর একটা প্রবণতা থাকে। পর্যটক টানতে তেমন সাজিয়ে এবার সেই সৌন্দর্যর বড় ক্ষতি করে দিয়েছে মন্দারমনি রিসোর্ট ব্যবসায়।

Share.
Leave A Reply

Exit mobile version