কলকাতা ব্যুরো- কনকনে ঠান্ডা আর শহরে ফিরবে কিনা তা নিয়ে দোটানায় রয়েছে খোদ আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রার পারদ চড়তে চড়তে একেবারে ১৯ ডিগ্রিতে গিয়ে পৌঁছেছে। তবে মকর সংক্রান্তিতে কিছুটা ফিরতে পারে স্বস্তি, ফিরতে পারে শীতের আমেজ। কিছুদিন পূর্বে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝা এই দুইয়ের দাপটে শীতের দেখা মিলছে না। তবে পৌষের শেষে এর প্রভাব কমলে আগামী ১২ তারিখের পর আবারও স্বাভাবিকভাবেই কমতে পারে তাপমাত্রা। রাতের দিকে সামান্য ঠান্ডা থাকলেও দিনে গরম জামার দরকার হবে না অন্তত আগামী তিনদিন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ শতাংশ। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা হুহু করে নামতে চলেছে। এমনকি ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।

আবহাওয়াবিদদের আশঙ্কা, পশ্চিমী ঝঞ্ঝার কারণে প্রবেশ করতে পারছে না উত্তুরে হাওয়া। তাই এমন মৃদুমন্দ আমেজে দিন কাটাতে হচ্ছে শহরবাসীকে। তবে ধীরে ধীরে ফিরতে পারে শীত। এমনকি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে থাকছে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও। ঘূর্ণাবর্তের প্রভাবে বেশ কিছু রাজ্য যেমন তামিলনাড়ু , পন্ডিচেরিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এখনই শীতবস্ত্র না গুটিয়ে খানিক অপেক্ষা করে যাওয়াই শ্রেয়।

Share.
Leave A Reply

Exit mobile version