কলকাতা ব্যুরো: বর্ষার ভরা গঙ্গায় স্মান করতে গিয়ে তলিয়ে গেলো এক কিশোর। সোমবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার বোগদাদনগর পঞ্চায়েতের মহেশতলা গঙ্গা ঘাটে। তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম জাহিদ হাসান (১২)। তার বাড়ি সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ গ্রামে। ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। তলিয়ে যাওয়া কিশোরের সন্ধানে নামানো হয়েছে ডুবুরি টিম।
প্রবল ঢেউ এবং ভরা নদীতে ওই কিশোরকে উদ্ধার করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে ডুবুরি টিমকে। সন্ধ্যে পর্যন্ত ডুবুরি ও স্থানীয় জেলেরা কোমর বেঁধে নেমে পরলেও কিশোরের সন্ধান পায়নি। ফলে ভরা নদীতে জলের তোড়ে ভেসে যাওয়ার আশংকা প্রবল হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version