মৈনাক শর্মা
গত শুক্রবার আফগানিস্থানের কান্দাহারে তালিবান ও আফগান সৈন্যের সংঘাতে মৃত্যু হয় ভারতের পুলিৎজার পুরস্কার প্রাপ্ত চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর। তার মৃত্যুর ঠিক কিছু ঘণ্টার মধ্যেই বিশ্ব মঞ্চে নিজেদের বক্তব্য রাখে তালিবান। দানিশের মৃত্যুতে তাদের হাত নেই বলে তালিবান প্রচার চালায়। সংবামাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি করে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

কোনো সাংবাদিক যুদ্ধ ক্ষেত্রে আসলে তা আগের থেকেই খবর জানাতে হয় তালিবানদের, দাবি তালিবানদের। কিন্তু গতকালের সংঘর্ষে সাংবাদিকের উপস্থিত কোনো খবর ছিলো না তাদের কাছে, সি এন এনকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে মুজাহিদ। দুই গোষ্টীর লড়াইতেকে দানিশকে গুলি করে তা জানা নেই তালিবানদের, দাবি জঙ্গিদের।

প্রসঙ্গত শুক্রবার আফগানিস্থান থেকে পাকিস্থানের দিকে যাওযার সময় সংঘাত হয় আফগান ও তালিবান সেনার। আর সেই লড়াইয়ের ছবি তুলতে দু সপ্তাহ আগে সেখানে গিয়েছিলেন রয়টার্সের চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী। ওই গোলাগুলির মধ্যে তালিবানদের বুলেটে নিহত হন তিনি। ওই দিন পাক ও আফগান সীমার কাছে এলাকা স্পিন বলদাকের বাজারে তালিবানদের ছোড়া গুলিতে মৃত্যু হয় আফগান সৈন্যের এক আধিকারিক সহ দনিশের, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করে আফগান সেনা কমান্ডার।

সংবামাধ্যম পি টি আই এর খবরে জানা যায়, দানিশের গুলি লাগা দেহ আন্তর্জাতিক সংস্থার রেড ক্রস শিবিরকে হস্তান্তর করে তালিবান। তার পড়েই দানিশ এর দেহ দেশে ফেরাবার ব্যাবস্থা নেয় দিল্লি। সাংবাদিকের মৃত্যুতে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে প্রথমে নিজেদের হেফাজতে রাখা দেহ তালিবানরা রেডক্রসের হাতে তুলে দিলেও তাদের গুলিতেই যে ওই চিত্রসাংবাদিকের মৃত্যু হয়েছে, এখনও তারা তা স্বীকার করতে নারাজ।
কিন্তু একদিকে আফগানিস্তানের মহিলাদের উপরে জারি করা ফতোয়া ও তার মধ্যেই ভারতীয় চিত্রসাংবাদিকের তালিবানদের গুলিতে মৃত্যুর ঘটনায়, নতুন করে আন্তর্জাতিক চাপ বাড়ছে তালিবানদের উপরে।

Share.
Leave A Reply

Exit mobile version