কলকাতা ব্যুরো: চিন ও ভারত সংঘাত অব্যহত। আর তার মধ্যেই স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিল ভারত। যা রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে বেইজিংকে। লাদাখে উল্লেখযোগ্যভাবে তাৎপর্যপূর্ণ রাস্তার নির্মাণ কাজ শুরু হতে চলেছে। বলিভিয়ার রেকর্ড ভেঙে ইতিমধ্যেই ভারত শুরু করতে চলেছে বিশ্বের সবচেয়ে উঁচু এলাকায় রাস্তা নির্মাণের কাজ। আর এই পদক্ষেপের মধ্য দিয়েই ভারত রেকর্ড গড়ার পাশাপাশি কূটনৈতিক দিক দিয়েও বাড়তি সুবিধা পাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মূলত, চিন-ভারত সংঘাতের আবহে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) একটি নতুন রাস্তা নির্মাণ করেছে লাদাখের উঁচু এলাকা দিয়ে। বিশ্বের সবচেয়ে উঁচু এলাকায় এটিই ‘মোটরেবল রোড’ হিসাবে পরিচিত হতে চলেছে। ১৯,৩০০ ফুট উপরে লাদাখের বুকে নির্মাণ করা হয়েছে এই রাস্তা।
১৯,৩০০ ফুট উঁচু এই রাস্তা উমলিঙ্গা পাসে তৈরি হয়েছে। এর আগে, বিশ্বের সবচেয়ে উচ্চতম এলাকায় বলিভিয়া তৈরি করেছিল রাস্তা। বলিভিয়ার তৈরি রাস্তার উচ্চতা ১৮,৯৫৩ ফুট। সেই রেকর্ড ভেঙে এবার উমলিঙ্গা পাসের রাস্তার হাত ধরে বিশ্বের দরবারে নয়া রেকর্ড গড়ছে ভারত। বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে কেন্দ্র।

প্রসঙ্গত, মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও উঁচু জায়গায় রয়েছে লাদাখের এই নয়া রাস্তা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই যে বিশ্বের বহু উঁচু জায়গায় রাস্তা রয়েছে ঠিকই কিন্তু তাতে গাড়ি চলাফেরার সুবিধা সেভাবে নেই। তবে লাদাখের এই রাস্তায় সেই সুবিধা রয়েছে। ফলে এই রাস্তা বিশ্বের সবচেয়ে উঁচু এমন এক রাস্তা যেখানে সহজেই গাড়ি চলাফেরা করতে পারবে। যা নিঃসন্দেহে বড় ঘটনা। এছাড়া উমলিঙ্গা পাস লাদাখের ব্ল্যাক টপ রাস্তার সঙ্গে সংযুক্ত। যে ব্ল্যাক টপ চিন-ভারত সংঘাতের মাঝে বেশ গুরুত্ব পাচ্ছে। ফলে এই এলাকায় নয়া রাস্তা নির্মাণ লাদাখের আর্থ সামাজিক পরিস্থিতিকে সুস্থির করছে।

উল্লেখ্য, এর আগে গত ২০২০ সালের ৫ মে লাদাখে চিনের আগ্রাসন দেখা যায়। পাল্টে যেতে থাকে পরিস্থিতি। চিনকে পাল্টা জবাব দেয় ভারতও। সংঘাতের রেশ কার্যত শীতের আগে পর্যন্ত চলে। যদিও এবার ধীরে ধীরে লাদাখের একাধিক স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে চিন।

Share.
Leave A Reply

Exit mobile version