মৈনাক শর্মা

গত চব্বিশ ঘণ্টার মধ্যেই বদলে গেলো আফগান ভবিষ্যত্। পুরাতনের বিলুপ্তি ঘটে এখন নতুন আফগান প্রেসিডেন্ট মুল্লাহ আব্দুল হামিদ বারাদাড়।

কে এই মুল্লাহ আব্দুল হামিদ বারাদাড় ?

বর্তমানে তিনি আফগান প্রেসিডেন্ট। কিন্তু তালেবানকে গড়তে ভূমিকা ছিলো তার। ১৯৬৮ সালে কান্দাহারের উরুজগান প্রান্তে তার জন্ম। আফগনিস্তান যখন রাশিয়ার দখলে তখন আফগান মুজাহিদীন গোষ্ঠির হয়ে লড়াই শুরু করে ইউ এস এস আড় সেনার বিরূদ্ধে। এক সময়ে তালিবান শক্তি র সুরক্ষা মন্ত্রী থাকা বারাদাড় ২০১০ সালে পাক আই এস আইয়ের হাতে গ্রেফতার হয়। ২০১৮ সালে মার্কিন আদেশে মুক্তি পায় বরাদার। পরবর্তী কালে দোহা সমঝোতায় তালিবানের তরফে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে আফগান শান্তি আলোচনায় অংশ নেন।

তাই তালিবানি গোষ্ঠির আফগান দখল নিয়ে দায় করে মার্কিন কূটনীতিকে। অনেকের মতে তালেবানী শাসনের নেপথ্যে আফগান ক্ষমতায় থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। আবার অনেকে মনে করেন ২০১৮ সালে বারাদাড় কে পাক হাত থেকে রেহাই করা আমেরিকার সব চেয়ে বড় ভুল।

তবে তার থেকেও বড় প্রশ্ন কেমন হবে আফগানী নাগরিকদের ভবিষ্যত্। কতটা মানবে তারা এই পরিবর্তন ? তালিবানের কাবুল জয় পড়েই বেশ কিছু মর্মান্তিক ঘটনা সামনে আসে কাবুল থেকে। সন্ত্রাসবাদ শাসনের সূচনা হতেই দেশ ছেড়ে পালাতে গিয়ে মারা যায় একাধিক আফগান নাগরিক। কেউ বা বিমানের চাকায় পিষ্ঠ হয়ে আবার কেউ গুলিতে। অর্থাৎ রাজনীতির নেপথ্যে যেই থাকুকনা না কেন বেশ কয়েক দশক পর্যন্ত অস্থির হয়ে থাকবে কাবুল।

Share.
Leave A Reply

Exit mobile version