কলকাতা ব্যুরো: করোনা র সঙ্গেই গরমে নাজেহাল মানুষ। অবশেষে স্বস্থির নিঃশাস ফেলবে দীর্ঘ প্রতীক্ষার পর বর্ষা নামলে। নিম্নচাপকে সঙ্গী করে এবার রাজ্যে আসছে বর্ষা,সেটা পুরনো খবর।
যশ এর ক্ষত কাটিয়ে ওঠার আগেই আবার উত্তর পশ্চিম বঙ্গপোসাগর, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে তৈরি নিম্নচাপে যে পরিমাণ দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর তার কিছুটা হয়েছে। বাকিটা মধ্যে ভারতে চলে যাওয়ায় কিছুটা বেচেছে বাংলা। তবে তারপরেও রেড এলার্ট জারি রয়েছে। এবং ১৪ জুন পর্যন্ত মৎসজীবীদের সমুদ্র যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির পূর্বভাস ছিল। ইতিমধ্যে উত্তরবঙ্গের কিছু জেলায় তুমুল বৃষ্টি চলছে। শনিবার সকালের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারের মধ্যে রাজ্যের প্রত্যেক জেলায় কম বেশি বৃষ্টিপাত হবে। ১৪ ও ১৫ জুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিংপং এইসব জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। আগামী ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হতে পারে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূমের মতো জেলা গুলিতে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে।
পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৩০-৪০ কিমি ঘন্টাবেগে ঝড়ো বাতাস বইতে পারে। আবহাওয়া বিদদের মতে রবিবার থেকেই জাঁকিয়ে বসবে বৃষ্টি রাজ্যে। নিম্নচাপের রেশ কাটিয়েই আগামী সপ্তাহে রাজ্যে নামবে বর্ষা।