কলকাতা ব্যুরো- কেন্দ্রের সাথে দশ দফা বৈঠকের পরেও অধরা রফাসূত্র। তাই এবার কেন্দ্রের কৃষি আইন নিয়ে সমাধানের আশায় প্রধানমন্ত্রীর মায়ের দ্বারস্থ হলেন কৃষকরা। নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদিকে চিঠি পাঠালেন হরপ্রীত সিংহ নামক পঞ্জাবের ফিরোজপুর জেলার এক কৃষক। দিল্লির সীমান্তে দীর্ঘদিনের কৃষক আন্দোলনে সামিল হয়েছিলেন এই কৃষকও। সেই জন্য গ্রেফতারও হয়েছিলেন তিনি। সেখান থেকে ছাড়া পাওয়ার পরই প্রধানমন্ত্রীর মাকে চিঠি লেখেন সেই কৃষক। চিঠিতে তিনি হীরাবেন মোদিকে জানান, ‘দেশ তথা সারা বিশ্বের অন্নদাতারা দিল্লির প্রচন্ড ঠান্ডায় শুয়ে রয়েছেন। কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে পথে নেমেছেন দেশের অন্নদাতারা। দিল্লির প্রচন্ড ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। শহীদও হয়েছেন অনেকে। তাই আপনার ছেলে প্রধানমন্ত্রীকে বলুন এই কৃষি আইন বাতিল করতে।’

কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত বছরের সেপ্টেম্বর থেকে দিল্লির সীমান্তে আন্দোলনে বসেছেন কৃষকরা। কেন্দ্রের সাথে বারবার আলোচনা সত্ত্বেও কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। কৃষি আইন নিয়ে সুপ্রিম আদালতে ধাক্কা খায় কেন্দ্র। এরপরই কৃষি সমস্যা মেটাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। এরই মধ্যে নরেন্দ্র মোদীর মাকে চিঠি দিলেন এক কৃষক। হীরাবেন মোদির কাছে সেই কৃষকের আবেদন, আপনি প্রধানমন্ত্রীর মা। আপনার কথা ফেলতে পারবেননা আপানার ছেলে। তাই দেশের অন্নদাতাদের কথা ভেবে তাঁকে বলুন, তিন কৃষি আইন প্রত্যাহার করতে। প্রসঙ্গত, আগামী দেড় বছরের জন্য স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় কৃষি আইন। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার ও কৃষকদের দশম বৈঠকে পিছু হটে কেন্দ্র। সরকারের পক্ষ থেকে জানানো হয়, আগামী দেড় বছরের জন্য স্থগিত করা হতে পারে এই তিন আইন। তবে তার জন্য প্রত্যাহার করতে হবে আন্দোলন।

Share.
Leave A Reply

Exit mobile version