কলকাতা ব্যুরো: পুরভোটে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের উপরই ভরসা রেখেছে হাইকোর্ট। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় ঘোষণা করে জানিয়েছে, রাজ্য পুলিশ দিয়েই পুরভোট হবে। এবার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির দ্বারস্থ হলো বিজেপি।

বিজেপির বক্তব্য, ভোটারদের সুরক্ষার কথা ভেবেই কেন্দ্রীয় বাহিনী দরকার। বিধানসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ হাজার অভিযোগ জমা পড়ে। এই মর্মেই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির কাছে মামলা করার জন্য এদিন অনুমতি চায় বিজেপি। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলা করার অনুমতিও দেন। শুক্রবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত।

সিঙ্গল বেঞ্চ বৃহস্পতিবার স্পষ্ট করে বলে দেয় কেন কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই। শুধুমাত্র চারজনের অভিযোগের ভিত্তিতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয় এটা নয় বলেই যখন মত বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের। তখন নতুন করে ডিভিশন বেঞ্চে বিজেপির যাওয়া নিঃসন্দেহে বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে কতটা মরিয়া তারা। শুক্রবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত।

কেন পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে, তার স্বপক্ষে বিজেপির যুক্তি বিধানসভা ভোটের ফল প্রকাশের পরও হিংসার শিকার হয়েছেন অনেকে। এ ক্ষেত্রে পুরভোটেও তেমনটা হবে না, কেউ নিশ্চিত করতে পারে না। তাই এই সমস্ত পরিস্থিতি মোকাবিলায় একমাত্র ভরসার জায়গা কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রায় ৫ হাজার অভিযোগ জমা পড়েছিল।

বিজেপির বক্তব্য, ‘ভোটারদের সুরক্ষার কথা ভেবে কেন্দ্রীয় বাহিনী দরকার। বিধানসভা ভোটের পর ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটে। প্রায় ৫ হাজার অভিযোগ জমা পরে।’ কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলার শুনানি চলাকালীন বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ জানায়, তিনটি অভিযোগ অনেকটা একই বক্তব্যে লেখা।

আদালতের পর্যবেক্ষণ, পুলিশ কাজ করেনি, এক্ষেত্রে সেটা মনে হচ্ছে না। ভোটের আগের দিন কোনও প্রার্থীর তরফে এরকম অভিযোগ পেলে তাদের নিরাপত্তা নির্দিষ্ট করতে হবে। এজির আশ্বাসই যথেষ্ট। যেহেতু কমিশন এক্ষেত্রে মনে করছে না কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। তাই আপাতত বাহিনীর দাবি খারিজ করা হচ্ছে। পাশাপাশি, কমিশন এক্ষেত্রে ভোটার তালিকা আরেকবার দেখবে ভুয়ো ভোটার আছে কি না।

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কিন্তু গত সোমবার সেই আবেদন ফিরিয়ে দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এ নিয়ে কলকাতা হাইকোর্টে যাক তারা।

Share.
Leave A Reply

Exit mobile version