মৈনাক শর্মা

দিল্লির তরফে আবার বিশাল আকারে সেনা মোতায়েন শুরু হয়েছে কাশ্মীরে। তারপরেই কৌতূহল সৃষ্টি হয়েছে পাকিস্থানের উপর কি আবারও হতে পারে সার্জিকাল স্ট্রাইক, নাকি ৩৭০ ধরার নিষ্ক্রিয় করার মতো বড়ো কোনো পরিকল্পনা রয়েছে দিল্লির। কেন্দ্রে মন্ত্রী অমিত শাহর সঙ্গে সম্প্রতি জম্মু কাশ্মীরের লেফট্যানেন্ট জেনারেল মনোজ সিনহার বৈঠকের পরই এই জল্পনা আরও জোরদার হয়। এই বৈঠকের পরই কৌতূহল শুরু হয় জম্মু ও কাশ্মীরকে আলাদা রাজ্য ঘোষণা করা হবে কি না, তা নিয়েও।

অনুচ্ছেদ ৩৭০ নিষ্ক্রিয় হাওয়ার পরই সারা দেশের থেকে বিচ্ছিন্ন করা হয় জম্মু ও কাশ্মীরকে। যা নিয়ে বিশ্ব মঞ্চে ভারতকে বার বার চাপে ফেলতে চায় পাকিস্থান। ফলে এল ও সি তে ১০০ দিনের শান্তির নীরবতা কাটিয়ে আবার বড় কোনো অপারেশনে ভারত যাচ্ছে কিনা সে নিয়ে এখন প্রশ্ন উঠছে বিদেশের বেশ কিছু মিডিয়ায়। সার্জিকাল স্ট্রাইকের মতো কোনো অভিযানের দিকে দিল্লি যাচ্ছে কি না, কাশ্মীরে বিশাল আকারের সেনা মোতায়েন করার পর সেই জল্পনা তুঙ্গে।

অন্য দিকে ইন্টারনেট পরিসেবা থেকে সড়ক পথ সবক্ষেত্রেই জারী করা হয় নিষেধাজ্ঞা। কিন্তু অশান্তি পূর্ণ কাশ্মীরের জন্যে বিচ্ছিন্নতা ভোগ করতে হয় শান্তি পূর্ণ জম্মুকেও। তাই জম্মুকে কাশ্মির থেকে আলাদা করে রাজ্যে ঘোষণা করার বার বার দাবি করেন জম্মুর রাজনৈতিক দল গুলী।

Share.
Leave A Reply

Exit mobile version