মৈনাক শর্মা
করোনা র দাপটে বেড়েই চলেছে মৃত্যু মিছিল। দুনিয়াতে মৃত্যুর সংখ্যা ৩৩ কোটি। সরা দেশে মৃত্যু হয় ২ লক্ষ্য ৬৬ হাজারের বেশি। কেবলই পশ্চিমবঙ্গে ই একদিনের সর্বোচ্চ মৃত্যু হয় ১১৭ জন রাজ্য বাসীর। যার ফলে আগামী কাল থেকেই লোকডাউনের পথে রাজ্য সরকার। কিন্তু আদপে আমরা যা দেখতে পাচ্ছি তার থেকেও দুনিয়ায় মৃত্যু সংখ্যা আরও বেশি দাবি মার্কিন বিশ্ব বিদ্যালয়ের। সম্প্রতি Estimation of total mortality due to COVID 19 নামক রিপোর্টে দুনিয়াতে মৃত্যুর সংখ্যা ৭০ লক্ষেরও বেশি এমনই তথ্য দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের সাস্থ্য বিভাগ । শুধু তাই নয় ভারতেই মৃত্যু হয় মোট মৃত্যুর থেকে ৪ লক্ষ্যরও বেশি দেশ বাসীর অর্থাৎ আসল সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ লক্ষের বেশি। বিশ্ব বিদ্যালয়ের তথ্য অনুযায়ী করোনা র আসল মৃত্যুর সংখ্যা সঠিক তথ্য জানা নেই কোনো দেশের ।
ভারত ছাড়াও করনাতে খবরের শিরোনামে থাকা দেশ গুলীরও রিপোর্ট পেশ করা হয়।আমেরিকাতে সরকারি খাতা কলমে ৫ লক্ষ্য ৯৯ হাজার মৃত্যু হলেও আসলে তা দাড়ায় প্রায় ৯ লক্ষ্য ১২ হাজার। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের মৃত্যু হয়েছে ৬ লক্ষেরও বেশি। রাশিয়া র রিপোর্টের মৃত্যু ১ লক্ষ্য বেশি হলেও অসল সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ লক্ষেরও বেশি। বিশ্ব বিদ্যালয়ের তথ্য অনুযায়ী কেবল মে মাসের ৩ তারিখের মধ্যে ই দুনিয়াতে মৃত্যু হয়েছে ৬০ লক্ষ্য মানুষের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাবলু এইচ ওর করোনা ভাইরাস ডেথ গাইডলাইন অনুযায়ী করোনা-র symptoms কারোর না থেকেও অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক ব্যাক্তির ও মৃত্যু হলেও তাকেও ধরতে হবে কভীদ মৃত্যুর সংখ্যায়। শুধু তাই নয় কোরোনা হয়ে সেরে উঠলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কয়েক দিনের মধ্যেই দুর্বলতার কারণে মৃত্যু হলে তাকেও সেই গণনায় ধরতে হবে। বাড়িতে ইয়েসলেশনে থাকা ব্যাক্তির নামও জুড়তে হবে এই তালিকায় । সেই নিয়ম কে অনুসরণ করে করা হয় এই গণনা জানায় ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর হেল্থ মেট্রিকস অ্যান্ড এভালিউশন বিভাগ ।
এর আগেও করোনা মোকাবিলা র আসল ছবির সবার সামনে তুলে ধরতে রাজ্যের কাছে আর্জি করে গুজরাট হাই কোর্ট।করোনা য় মৃত্যু ও সুস্থের আসল পরিসংখযানটি সামনে না আসলে মহামারীর যুদ্ধে পিছিয়ে পড়বে দুনিয়া। আসল কথা না জানালে সচেতনতা ও বিশ্বাস ছড়ানো সম্ভব হবেনা মত ডাবলু এইচ ওর।