কলকাতা ব্যুরো: ফের উত্তপ্ত হয়ে উঠলো জম্মু ও কাশ্মীর। সোমবার শ্রীনগরে পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল জঙ্গিরা। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। আহত কমপক্ষে ১৪ জন বলে খবর। জানা গিয়েছে, সোমবার শ্রীনগরের পান্থ চকের জেওয়ান এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। আহত হন ১৪ জন পুলিশ কর্মী। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ।

এদিন সকালেই শ্রীনগরের রণগ্রেথ এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী যৌথ তল্লাশি অভিযান শুরু করে ওই এলাকায়। জঙ্গি ডেরার খোঁজ মিলতেই শুরু হয়ে যায় ভারী গুলি বর্ষণ। সন্ত্রাসবাদীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পাল্টা দেয় সেনাও। তাতেই নিকেশ হয় দুই জঙ্গি।

উল্লেখ্য, রবিবার জম্মু ও কাশ্মীরের অবন্তিপুরায় এক জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তারক্ষী বাহিনী। তারপরই সোমবার সেনা-পুলিশের যৌথ আক্রমণে খতম হয় দুই জঙ্গি। কিন্তু বেলা গড়াতেই ফের পালটা আক্রমণ শানায় জঙ্গিরা। সরাসরি পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, ওই গাড়িতে সসস্ত্র পুলিশ বাহিনী ছিল। কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version