কলকাতা ব্যুরো: দীর্ঘ লড়াইয়ের পর শ্রীনগরের বাটা মোলা জেলা থেকে তিন অজ্ঞাত পরিচয় জঙ্গির দেহ উদ্ধার করলো কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। দুষ্কৃতীদের সঙ্গে বুধবার রাত থেকে দীর্ঘ গুলির লড়াই চলছিলো। ওই গুলির লড়াইয়ে ইতিমধ্যে পুলিশের এক ডিসি জখম হয়েছেন।

বুধবার রাতেই পুলিশ নির্দিষ্ট জঙ্গি অবস্থানের খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ ও আধা সামরিক বাহিনী। বাটা মোলার নির্দিষ্ট এলাকায় গোটা জায়গা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। সে সময় অজ্ঞাত জায়গা থেকে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। দীর্ঘ লড়াইয়ের পর এদিন সকালে তিনজন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version