কলকাতা ব্যুরো: এবার মুর্শিদাবাদে মিলল আল-কায়েদার যোগ। শনিবার ভোর থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে এনআইএ ছ’জন কে গ্রেপ্তার করেছে। যাদের সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার যোগাযোগ আছে বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার। এদিন একই সময়ে কেরালার এরনাকুলাম এ অভিযান চালিয়েও আরও তিনজনকে গ্রেপ্তার করেছে এন আই এ। ধৃতদের কাছ থেকে জিহাদী অস্ত্র ও বিস্ফোরক বানানোর উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার।

আল-কায়েদার এই জঙ্গিরা দেশের গুরুত্বপূর্ণ কিছু স্থাপত্য হামলার ছক করেছিল বলে এনআইএর দাবি। মুর্শিদাবাদ থেকে ধৃত নাজমুস সাকিব, আবু সুফিয়ান, মইনুল মন্ডল, আহ্মেদ আল মামুন, আতিউর রহমান। অন্যদিকে কেরালা থেকে মোর্শেদ হাসান, ইয়াকুব বিশ্বাস এবং মোশারফ হোসেনকে গ্রেপ্তার করেছে এন আই এ। আজই তাদের স্থানীয় আদালতে তুলবে তদন্তকারী সংস্থা।

আল-কায়েদা যোগ খুঁজতে তদন্তকারী সংস্থা এ রাজ্যে মালদহ এবং মুর্শিদাবাদে একযোগে অভিযান চালায়। অভিযান চলে কেরালাতেও। ধৃতদের সঙ্গে আল কায়দায় যোগাযোগের প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে ল্যাপটপ, কয়েকটি মোবাইল, কিছু নকশাও মিলেছে। কি উদ্দেশ্যে তারা জড়ো হয়েছিল খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

Share.
Leave A Reply

Exit mobile version