কলকাতা ব্যুরো: শীতের আমেজ বেড়েছে দক্ষিণবঙ্গে। সকাল হতেই তা অনুভূত হতে শুরু করছে রোজই। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তো তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে৷ কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের নিচে। হেমন্তের হাত ধরে কি তাহলে শীত চলেই এল? আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের কাঁটা সরে যেতেই বিনাবাধায় উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবেশ করছে রাজ্যে। শীতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া এই রকমই থাকবে।

তাছাড়া আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে। ফলে রাতে ও সকালের দিকে শীতের আমেজ বেশি থাকবে। সকালে হালকা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন শীতের আমেজ কমে আসবে। শুষ্ক আবহাওয়া থাকবে।

তারা আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর তুলনায় পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ বেশি থাকবে। বাঁকুড়া-পুরুলিয়ায় একটু বেশি শীত অনুভূত হবে। চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা আরও পতনের সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ।

এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে আরও কয়েকদিন থাকবে। আর উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও খানিকটা নেমে শীতের আমেজ আরও বৃদ্ধি করবে ৷

একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের কোথায় সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল –

পুরুলিয়া১৭.৫
পানাগড়১৮.৫
শ্রীনিকেতন১৭.৬
বাঁকুড়া১৮.৬
ব্যারাকপুর১৯.৬
আসানসোল১৯.৮
বর্ধমান১৯
কৃষ্ণনগর১৮
কালিম্পং১৩
দার্জিলিং৮.৫
জলপাইগুড়ি১৭.২
কোচবিহার১৬.৩
Share.
Leave A Reply

Exit mobile version