কলকাতা ব্যুরো: দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। সকালে হালকা কুয়াশা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে কোনও নিম্নচাপ না থাকায় বিনা বাধায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে রাজ্যে। যে নিম্নচাপটি ছিল, তা আরব সাগরের দিকে সরে গিয়েছে। তাই শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সমগ্র রাজ্যে।

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিক বা তার থেকে সামান্য কম হতে পারে। বৃহস্পতিবারও কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সপ্তাহ শেষে রাজ্যজুড়ে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক নিচে নেমে গিয়েছে। এই অঞ্চলে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

শনিবার থেকে কলকাতায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে ৷ আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা থাকবে। উত্তরবঙ্গেও আগামী ৫ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এবং শুষ্ক আবহাওয়া থাকবে।

গত ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯২ শতাংশ।

Share.
Leave A Reply

Exit mobile version