Share Facebook Twitter Email WhatsApp ছবিঃ সামাজিক মাধ্যম কলকাতা ব্যুরো: করোনা আবহে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজ ফের খুলছে তারকেশ্বর মন্দির। জানা গিয়েছে, আপাতত মন্দির খোলা থাকবে সকাল ছয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত।তবে ভক্তরা মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন না। মেনে চলতে হবে করোনা বিধিও।