কলকাতা ব্যুরো: করোনা আক্রান্ত হয়ে এবার হাসপাতালে ভর্তি হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin)। দু’দিন আগেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছিল। স্ট্যালিনকে পর্যবেক্ষণে রাখতে বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই টুইট করেছিলেন স্ট্যালিন (MK Stalin)। জানিয়েছিলেন, খুব দূর্বল লাগছে তাঁর। রিপোর্ট পজিটিভ আসার পরই নিভৃতবাসে চলে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সবাইকে মাস্ক পরতে এবং টিকা নিতে অনুরোধও করেন। যদিও অধিকাংশ সময়ে তাঁকেই মাস্ক ছাড়া বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে। গত ১১ তারিখ একটি বিয়ে বাড়িতে যান স্ট্যালিন। সেখানে বহু লোকের সংস্পর্শে আসেন৷ কিন্তু তাঁর মুখে মাস্ক দেখা যায়নি।

এরও আগে গত ৮ ও ৯ জুলাই সরকারি অনুষ্ঠানে যোগ দিতে তিরুভান্নামালাই গিয়েছিলেন স্ট্যালিন (MK Stalin)। সেখানে মাস্কহীন প্রচুর মানুষের জমায়েত করেছিলেন। মুখ্যমন্ত্রীর মুখেও মাস্ক ছিল না। এদিকে স্ট্যালিন করোনা আক্রান্ত হতেই তাঁর সংস্পর্শে আসা সরকারি আধিকারিকরা আইসোলেশনে চলে গিয়েছেন।

Share.
Leave A Reply

Exit mobile version