কলকাতা ব্যুরো: দ্রুত কাবুল দখল করে নিজেদের শক্তির পরিচয় দিয়েছে তালিবানরা। এরই মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে ভবিষ্যতে দিল্লি ও আফগানিস্তানের সম্পর্ক যে খুব ভালো থাকবে না তার ইঙ্গিতও দিয়েছে তালিবান নীতি। তবে কাশ্মীর নিয়ভাবে জানিয়েছে তালিবান। তবে নেপথ্যে কাশ্মীর নিয়ে পাক মদতে থাকবে তালিবানের শক্তি এমনই দাবি করে ইমরান খানের সরকারের মন্ত্রী। অন্যদিকে কাশ্মীর সুরক্ষা নিয়ে প্রস্তুত ভারতীয় সেনাও। কিন্তু চিন্তার বিষয় হলো কতটা প্রখর হবে সেই হামলা? তা নিয়ে ইতিমধ্যেই শুরু জল্পনা।

দ্রুত শক্তি বাড়িয়ে কাবুল জয় ও মার্কিন সেনাদের ফেলে আসা বিপুল সংখ্যক হাতিয়ার লুঠ করে নিয়েছে তালিবানরা। সংবামাধ্যম সূত্রে জানা গিয়েছে, অস্ত্র ভান্ডারের মধ্যে রয়েছে নাইট ভিশন চশমা, ১৫ রাইফেল, বিস্ফোরক ড্রোন সহ্য অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্রশস্ত্র। তবে মার্কিন অস্ত্র লুটপাট চালায় তালিবানী বিশেষ সেন বদ্রী ৩১৩। এদের হাতে রয়েছে বিপুল সংখ্যক মার্কিন ডলার যা চিন্তার বিষয় ভারতের অর্থাৎ কাশ্মীরে উগ্রপন্থী হামলা হলে তা আগের থেকে অনেক বেশি জোরদার হবে বলেই ধারনা রাজনৈতিক মহলের।

তবে বিশ্লেষকদের ধারণা তালিবানের প্রথম লক্ষ্য হবে পাকিস্তান। দ্বিতীয়তে থাকতে পারে ভারত। তাদের ধারণা তালিবানের শক্তির সম্মুখীন হতে পারে রাশিয়া সহ তার মিত্র দেশগুলিও। কিন্তু কাশ্মীরের সুরক্ষা নিয়ে সদা প্রস্তুত ভারত এমনই জানিয়েছেন সর্বোচ্চ সেনা প্রধান বিপিন রাওয়াত। সম্প্রতি আয়োজিত ভারত মার্কিন সেনা বৈঠকে রাওয়াত জানান তালিবান গোষ্ঠী যে কাবুল দখল করবে তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল তবে এত দ্রুত জয় সারা বিশ্বকে চমকে দিয়েছে।

তালিবানি সন্ত্রাস রোধে ভারত তৈরী হলেও মার্কিন গোয়েন্দা সংস্থার সাহায্যের আবেদন করেন রাওয়াত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র গাফিলতি ভবিষ্যতে দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়াবে ভারত পাকিস্তান ও রাশিয়ার কাছে।

Share.
Leave A Reply

Exit mobile version