কলকাতা ব্যুরো: মৃত্যুর সময় কি বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শরীরে কোনো বিষ বা মাদক ছিলো? তা জানতেই এবার শুরু হলো সুশান্তের ভিসেরা পরীক্ষা। ওই পরীক্ষার জন্য এইমসের ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গড়া হলো টিম। তারা ১০ দিনের মধ্যে রিপোর্ট দেবেন।
জানা গিয়েছে, ওই পরীক্ষার জন্য জার্মানি থেকে অত্যাধুনিক যন্ত্রও আনিয়েছে এইমস।