কলকাতা ব্যুরো: সুশান্ত সিং মৃত্যুতে তারা মাদক মামলায় গ্রেপ্তার হলেও, এখন আর এটা শুধু অভিনেতার মৃত্যুতেই থেমে নেই। ধৃত রেহা চক্রবর্তী ও তার ভাই সৌভিক চক্রবর্তী একটি বড় মাদকচক্রর সঙ্গে জড়িত। এই মামলায় এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা প্রত্যেকেই একের সঙ্গে অন্য নিয়মিত মাদক সংক্রান্ত কারণে যুক্ত রয়েছে। বোম্বে হাইকোর্টের রেহা চক্রবর্তীদের জামিনের আবেদন খারিজের মামলায় এই ভাবেই তাদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযোগ জানাল এনসিবি।
মঙ্গলবার মামলাটি উঠলে এনসিবি র তরফে দাবি করা হয়, রেহা চক্রবর্তী মাদক পাচারকারী চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একইসঙ্গে তিনি বলিউডের প্রভাবশালী অংশের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তার মাধ্যমেই ড্রাগের পাচার হয় বলেও যুক্তি দেই তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে হাইকোর্টে এমসিবি থেকে জানানো হয়, দীপিকা পাডুকোন, সারা আলি খান বা শ্রদ্ধা কাপুরদের এই মামলায় জিজ্ঞাসাবাদের কথা।
সব মিলিয়ে এন সি বি র বক্তব্য, রেহা চক্রবর্তী রাত আর শুধুমাত্র সুশান্ত সিং মৃত্যু মামলার অংশ নন, তারা মুম্বাইয়ের একটা বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত। যদিও রেহা চক্রবর্তীর আইনজীবী হাইকোর্টে পাল্টা বলেন, তার মক্কেলের বিরুদ্ধে কোন অভিযোগেরই প্রমাণ নেই। সুশান্ত সিং রাজপুতের মোবাইল থেকেও কোনো তথ্য এনসিবি পায়নি। এমনকি তাকে মাদক চক্রে যুক্ত বলে অভিযুক্ত করা হলেও কোন প্রমাণ তদন্তকারীদের হাতে নেই।