কলকাতা ব্যুরো: আইপিএল খেলতে ফের দুবাই যেতে পারেন সুরেশ রায়না। কয়েকদিন আগে চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনায় আক্রান্ত হাওয়ার খবরে গোটা ক্রিকেট প্রেমীদের নাড়িয়ে দিয়েছিল। তারই মধ্যে সুরেশ রায়না হটাৎ দেশে ফিরে আসায় প্রবল জল্পনা শুরু হয়।
তিনি আর আইপিএল খেলতে দুবাই যাচ্ছেন না বলেও জানা গিয়েছিল। এরইমধ্যে জানা যায় রায়নার পারিবারিক কিছু সমস্যার কথা। তার এক পিসেমশাই খুন হয়েছিলেন। আরেক ভাই হঠাৎ করে মারা যান।
এই অবস্থায় রায়না পরিবারের পাশে দাঁড়াতে চান বলেই ফিরে এসেছিলেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু পরবর্তীতে জানা গেল দলের সঙ্গে মনকষাকষিতেই অভিমানে তিনি বাড়ি ফিরেছেন। যদিও কয়েকদিনের মধ্যেই সেই মন কষাকষি এখন দূর হয়ে গিয়েছে বলে ইঙ্গিত রয়েছে।
রায়না জানিয়েছেন, ছেলেকে বাবা বকতে পারেন। এক্ষেত্রে তিনি চেন্নাই এর কর্ণধার এন শ্রীনিবাসনের সম্পর্কেই বুঝিয়েছেন। তার বক্তব্য, আমাকে ছেলের মতোই ভালোবাসেন স্যার। তাই বকতেও পারেন।
সুরেশ রায়নার এই বক্তব্যে তার ফের দুবাই ফিরে যাওয়ার ইঙ্গিত পেয়েছে ক্রিকেটমহল।

Share.
Leave A Reply

Exit mobile version