কলকাতা ব্যুরো: কলেজে, বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা ছাড়া কোনো ছাত্রকেই পাশ করানো যাবে না। শুক্রবার এ সংক্রান্ত একটি মামলায় এই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট তার রায়ে বলে, বিপর্যয় মোকাবিলা আইনে সেই সুযোগ নেই কোনো রাজ্যের কাছে। তবে কোভিড পরিস্থিতিতে রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চলগুলি চাইলে তাদের পরিস্থিতি বিবেচনা করে ইউজিসির কাছে পরীক্ষা পিছনোর আবেদন জানাতে পারে।
৩০ সেপ্টেম্বরের মধ্যে ফাইনাল সেমিস্টার শেষ করতে নির্দেশ রয়েছে ইউজিসির। ইউজিসি তার নির্দেশিকায় বলেছিল, ফাইনাল পরীক্ষা ছাড়া পাশ করানো যাবে না কোনো ছাত্রকেই। সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে তা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল ছাত্রদের তরফে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম আর শাহর বেঞ্চ এদিন সব পক্ষের বিস্তারিত যুক্তি শোনার পর ১৮ অগস্টের রায়ই বহাল রাখেন। বেঞ্চ বলে, পরীক্ষা না নিয়ে আগের পারফরম্যান্সের ভিত্তিতে পাশ করানো যাবে না।