কলকাতা ব্যুরো: অষ্টমীর বিকেলে দিল্লি থেকে বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট নেমে সরাসরি শুকনা যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ।

শিলিগুড়ি উত্তর পূর্বের গেটওয়ে। সেই হিসেবে সীমান্ত সতর্কতায় অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এ রাজ্যের শিলিগুড়ি। সেখান থেকে দার্জিলিং যেমন কাছেই, তেমনই সিকিম একেবারে লাগোয়া। তাই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। এখানকার সেনাছাউনিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই অবস্থায় সিকিমে রবিবার চিনের সীমান্তে সফরের আগে শুকনায় সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ।

Share.
Leave A Reply

Exit mobile version