কলকাতা ব্যুরো: ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশের পর তৃণমূলের লক্ষ্য এবার হরিয়ানায় ভিত শক্ত করা। অভিজ্ঞ সুখেন্দুশেখর রায়ের উপর সেই গুরুদায়িত্ব সঁপে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হরিয়ানার স্টেট ইনচার্জ পদে আসীন হলেন তৃণমূলের রাজ্যসভার এই সাংসদ।
বৃহস্পতিবার এক বিবৃতিতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এআইটিসি চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় হরিয়ানার উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য বদ্ধপরিকর। যে কারণে এআইটিসি হরিয়ানা ইউনিটের স্টেট ইনচার্জ পদে রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে নিয়োগ করা হলো। ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এ রাজ্যে হ্যাটট্রিকের পরই তৃণমূল সুপ্রিমো নজর দিয়েছিলেন ভারতের অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তারে। ত্রিপুরা, গোয়ায় প্রভাব ফেলে মেঘালয়ে প্রধান বিরোধী দলের তকমা আদায় করে নিয়েছে তৃণমূল। সেই তালিকায় নবতম সংযোজন হরিয়ানা।
সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজধানী সফরের মাঝেই তৃণমূলে যোগ দিয়েছেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার এবং কীর্তি আজাদ। একদা রাহুল গান্ধী ঘনিষ্ঠ সেই অশোক তানওয়ারের প্রভাবকেই হরিয়ানায় সংগঠন বিস্তারে হাতিয়ার করছে তৃণমূল। আর সেই কাজটাই দক্ষ হাতে সামলাতে রাজধানীর পড়শি রাজ্যে তৃণমূলের তরফে গুরুত্বপূর্ণ পদে বসানো হল সুখেন্দুশেখর রায়কে ৷