কলকাতা ব্যুরো: তিনি মেদিনীপুর থেকে গাড়ি করে উড়িষ্যা হয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। আর মাঝরাতে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই উড়ানে এসে নামছেন দমদম বিমানবন্দরে। রাত টুকু কলকাতায় কাটিয়ে, শনিবার কলকাতা থেকে অমিত শাহের সঙ্গে হেলিকপ্টার মেদিনীপুর পৌঁছানোর কথা শুভেন্দু অধিকারীর।

গত মাস দুয়েক ধরে তাকে নিয়ে চর্চা কম হয়নি। তিনিও সবসময়ই বাঁকা কথায় নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা জিইয়ে রেখেছিলেন। নাম না করে তৃণমূলের আদ্যশ্রাদ্ধ করেছেন। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, এখনো পর্যন্ত সরাসরি কোথাও মুখ ফুটে সে কথা বলেননি তৃণমূল ছাড়া হেভিওয়েট নেতা শুভেন্দু। ফলে তিনি প্রথমে তৃণমূল ছাড়ছেন এটা নিয়েও যেমন একাংশের মধ্যে দোলাচল ছিল, তেমনি তিনি বিজেপিতে শেষ পর্যন্ত পা রাখবেন কিনা, জল্পনা ছিল তা নিয়েও।

কিন্তু আজ সকলের অগোচরে মেদিনীপুর থেকে গাড়ি নিয়ে সোজা দিল্লি পৌঁছে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন শুভেন্দু। সূত্রের খবর, গোটা বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে ঘটে। আর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই বিমানে কলকাতায় নামার কথা তার। ফলে দল ভেঙে শনিবার প্রায় দু’ডজন বিধায়াক সাংসদকে নিয়ে মেদিনীপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সভামঞ্চে তিনি হবেন মধ্যমণি, তাও এককথায় নিশ্চিত। আর তৃণমূল শনিবার দুপুর থেকেই নানান রকম ভাবে কলকাতা শহরে মিটিং মিছিল করে, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে সংগঠনের জরুরি বৈঠক ডেকে কিছুটা মিডিয়ার নজর কাড়ার চেষ্টা করলেও, শনিবার মেদিনীপুর এবং অমিত শাহের মঞ্চে দিকে দেশের সব সংবাদমাধ্যমের নজর থাকবে তা হলফ করেই বলে দেওয়া যায়।

Share.
Leave A Reply

Exit mobile version