কলকাতা ব্যুরো: একদম প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে জেলে বসে লেখা সুদীপ্ত সেনের চিঠিকে কাউন্টার করে এবার সিবিআই কে পাল্টা চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। চিঠিতে তার বক্তব্য তিনি মন্ত্রিত্ব ছাড়ার পর যেভাবে ওই চিঠিতে তার নামে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করুক সিবিআই। শুভেন্দু অধিকারীর বক্তব্য তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের পর কেন এই চিঠি সুদীপ্ত সেন লিখলেন তা তদন্ত করে বের করুক কেন্দ্রীয় সংস্থা।

২৭ নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ করেন শুভেন্দু। আর আলিপুর জেল থেকে ১ ডিসেম্বর ওই চিঠি লেখেন সুদীপ্ত সেন। সেই চিঠিতে অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, বিমান বসু, মুকুল রায়দের টাকা দেওয়ার অভিযোগ তোলেন। সেই চিঠির প্রসঙ্গেই এবার পাল্টা চিঠি শুভেন্দুর।

Share.
Leave A Reply

Exit mobile version