কলকাতা ব্যুরো: আজ কি নিজের অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে ঘোষণা করবেন শুভেন্দু অধিকারী? তাকে নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান আজ হতে পারে। তিনি আজ প্রকাশ্যে জানাতে পারেন তাঁর রাজনৈতিক অবস্থান । তৃণমূল এনিয়ে স্বাভাবিকভাবেই কোন কথা না বললেও, বিজেপি মুখ খুলেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, আজ শুভেন্দু অধিকারী কি বলেন তা আমরাও শুনবো।

মন্ত্রিত্ব ছাড়ার পরে তিনি যে কোনদিন বিধায়ক পদ ছাড়তে পারেন বলে রোজ ই শোনা যাচ্ছিল। কিন্তু এখনো তা বাস্তবে কার্যকর হয়নি। রবিবার তিনি প্রকাশ্যে নিজের অবস্থান জানাতে পারেন তা প্রথম জানা গিয়েছিল সৌগত রায়ের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ এস এম এস চালাচালিতে।

এখনো পর্যন্ত তিনি বিভিন্ন অরাজনৈতিক অনুষ্ঠান এ যোগ দিলেও, রাজনীতি নিয়ে একটি কথাও বলেননি। অন্যদিকে তাকে ধরে রাখা যাবে না বুঝতে পেরেই পূর্ব মেদিনীপুর সহ শুভেন্দুর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন জেলায় সংগঠনে রদবদল শুরু হয়েছে। ফলে আজ মুখ খুললে শুভেন্দু নিজের অবস্থান ঘোষণার পাশাপাশি সেসব নিয়েও কিছু বলেন কিনা সেদিকেও নজর রয়েছে সকলের।

Share.
Leave A Reply

Exit mobile version