কলকাতা ব্যুরো: আবার গুলিয়ে গেল শুভেন্দু- সমাধান। আদবে সমস্যার সমাধান না করেই সংবাদমাধ্যমের কাছে অর্ধসত্য বলে দল মুখ খোলায় তার পক্ষে তৃণমূলের সঙ্গে থেকে কাজ করা সম্ভব নয় বলে এসএমএস করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন সৌগত রায়কে। তিনি মঙ্গলবার রাতে সাংগঠনিক সমস্যার কথা তুলে যে জটিলতা কাটানোর কথা বলেছিলেন, আদতে তার কোন সমাধান করা হয়নি বলে হোয়াটসঅ্যাপ এসএমএস করে সৌগতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী ঘুরিয়ে তৃণমুলকেই কাঠ গড়ায় তুলেছেন। গোটা ঘটনাক্রমের জন্য তার এদিনের এসএমএস থেকে স্পষ্ট, তিনি কিছু শর্ত দিয়েছিলেন একসঙ্গে নতুন করে দল থেকে কাজ করার জন্য। কিন্তু বৈঠক শেষে তার সেই শর্তের কথা গোপন রেখেই দলের তরফে একতরফা জানিয়ে দেওয়া হয়, সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ শুভেন্দু। শুভেন্দুর এসএমএস বার্তায় স্পষ্ট, আসলে ওই বৈঠকের পর দল তার উপরে চাপিয়ে দিচ্ছে সিদ্ধান্ত। তার উপরে তিনি যে সমস্যাগুলো কথা বলেছিলেন সেই সমস্যাগুলি সমাধানের কোনো কথাই বলা হয়নি সাংবাদিকদের কাছে।
এমনকি তিনি সবাইকে বৈঠকে জানিয়েছিলেন ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে তিনি তার অবস্থান স্পষ্ট করবেন। কিন্তু সেই পথ না রেখেই তৃণমূল একতরফা তিনি দলে রয়েছেন বলে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। শুভেন্দুর হোয়াটসঅ্যাপ বক্তব্য অনুযায়ী, এইভাবে একসঙ্গে কাজ করা সম্ভব নয়। কারণ তার সঙ্গে যা যা কথা হয়েছিল, যে সমস্যা নিয়ে আলোচনা হলো সেগুলোর কোনো সমাধানের কথাই বলা হয়নি। এর ফলে আবার শুভেন্দুকে নিয়ে ঘেঁটে গেলো তৃণমূল।