কলকাতা ব্যুরো: তবে কি শেষের শুরু হয়ে গেল? রাজ্যের হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর এই প্রশ্নই ঘুরতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তার ছেড়ে যাওয়া পদে আনা হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। গত বেশ কিছুদিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব রাখছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমানে রাজ্যের পরিবহনমন্ত্রী কোন দলীয় অনুষ্ঠানেই তেমনভাবে হাজির ছিলেন না। দলের সঙ্গে তার দূরত্ব নিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে মাস দুয়েক আগে থেকে।

রাজ্যের বিভিন্ন এলাকায় ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার, ব্যানারকে ঘিরে। শুভেন্দুকে নিয়ে জল্পনা আরও বাড়ছিল নন্দীগ্রাম দিবস উপলক্ষে তার দলহীন সভার পাল্টা সভা করে তৃণমূল। এখনো পর্যন্ত তিনি দল ছাড়ার কথা না বললেও, বিভিন্ন অরাজনৈতিক সভায় আকারে-ইঙ্গিতে দলীয় কিছু নেতার সম্পর্কে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জল্পনা বাড়িয়েই চলেছেন শুভেন্দু।

এরইমধ্যে সৌগত রায় সহ কয়েকজন সাংসদ এর মাধ্যমে তার ক্ষোভ দূর করার চেষ্টা চলছে। কিন্তু তা কতটা কাজে দিয়েছে, সেটা প্রমাণ হওয়ার আগেই এইচআরবিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগে, তার দল ছাড়ার জল্পনা আরো বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share.
Leave A Reply

Exit mobile version