কলকাতা ব্যুরো: এইচ আর বি সির চেয়ারম্যান, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ও রাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও শুভেন্দু অধিকারী এখনই দলীয় সদস্যপদ পদ ছাড়বেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তার পদত্যাগ নিয়ে যখন রাজনীতিতে প্রবল চাঞ্চল্য, তখন আজ দুপুরেই বাড়ি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী।

এরই মধ্যে নতুন করে খবর ছড়িয়েছে, আজ কলকাতা বিমানবন্দর ছুঁয়ে দিল্লি যাবেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বিমানবন্দরের বিমান পরিবর্তনের সময় ঘন্টা দুয়েকের জন্য বিমানবন্দরে অপেক্ষা করার কথা আরএসএস প্রধানের। তখনই না কি তার সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ভাবে তথ্য শুভেন্দুর তরফে জানানো হয়নি।

অন্যদিকে এদিন কলকাতায় এসে তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ব্যাপারেও জল্পনা শুরু হয়েছে। আদপেই এই দুজনের সঙ্গে শুভেন্দু দেখা করবেন কিনা, তা নিয়ে সন্ধিহান রাজনৈতিক মহল। যদিও একটি সূত্রের দাবি, স্কুলে পড়াকালীন তিন বছর আরএসএসের প্রশিক্ষণ নিয়েছিলেন শুভেন্দু। ফলে তার আর এস এসের সঙ্গে নিজস্ব একটি যোগ সেই সূত্রেই তৈরি হয়ে রয়েছে।

যদিও শনিবার তিনি দিল্লি যাচ্ছেন বলে যে খবর ছড়িয়ে ছিল, তা এখনও নিশ্চিত নয় বলে দাবি শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের। তিনি বিধায়ক পদ বা দলীয় সদস্য পদ ছাড়ছেন কিনা সেই জল্পনায় তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায় বলেছেন, আমার কাছে যা বলেছে তাতে এখনই দলীয় পদ ছাড়ছে না।

যদিও শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর তিনি দল ছাড়লে বেশকিছু তৃণমূল বিধায়ক তার সঙ্গেই দল ছাড়তে পারেন বলে প্রবল আলোচনা রয়েছে। একটি সূত্রের দাবি, কৌশলগত কারণেই এখনই দল বা বিধায়ক পদ না ছাড়ার পক্ষপাতী শুভেন্দু। তার অনুগামী বিধায়ক, সাংসদদেরও তার তরফে একই পরামর্শ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version