কলকাতা ব্যুরো: কলকাতায় এক বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ এক কোটি ৬২ লক্ষ টাকার বেশি নগদ ভারতীয় টাকা উদ্ধার করল। একই সঙ্গে বেশকিছু সোনার গয়না, দুটি ল্যাপটপ এবং দুটি স্মার্টফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে সব রকম আইনি পদক্ষেপ তৈরি করে ফেলেছে লালবাজার।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স হানা দেয় ইলিয়ট রোডে মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে। পার্ক স্ট্রীট থানার পুলিশকে নিয়ে এই অভিযানে যায় এস টি এফ। আগে থেকে সুনির্দিষ্টভাবে খবর থাকায়, ওই বাড়ি থেকে বিপুল পরিমাণে নগদ টাকা ও সোনার গয়না উদ্ধার করা হয়। তবে কি কারনে এই টাকা এবং গয়না রাখা ছিল বা এর উৎস কি এব্যাপারে বাড়ির লোক পুলিশকে কোন সদুত্তর দিতে পারেনি বলে দাবি পুলিশের। তাই ওই টাকা এবং অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ির মালিক মহম্মদ ইমরানকে এ ব্যাপারে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version