কলকাতা ব্যুরো: কিছু কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা ও বাকিদের ডিউটির সময় পরিবর্তনের প্রতিবাদে সোমবার অভিনব বিক্ষোভে সামিল হলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতা নিরাপত্তার দায়িত্বে থাকা ঠিকা কর্মীরা। এদিন সকাল থেকে স্ট্যান্ড রোডে সংস্থার আঞ্চলিক অফিসের সব গেট বন্ধ করে দেন নিরাপত্তাকর্মীরা। ফলে কর্মী বা অফিসাররা ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাড়িয়ে থাকেন।

স্ট্যান্ড রোডের দিকে গেট আটকে চলে বিক্ষোভ। ফলে সকালে কাজে যোগ দিতে এসে হতবাক হয়ে যান ব্যাংকের কর্মী থেকে অফিসাররা। সব গেট বন্ধ থাকায় স্টেট ব্যাংকের কোন কর্মী বা অফিসারই এদিন ওই শাখায় ঢুকতে পারেননি। সারাদিন ধরে স্ট্যান্ড রোডের প্রধান শাখার ঢোকার সব গেট তালা বন্ধ থাকায় দিশেহারা অবস্থা হয় কর্তৃপক্ষের।

পুলিশ এসে অনেক বুঝিয়েও অবস্থানরত কর্মীদের সরাতে পারেননি। ফলে যানজট সৃষ্টি হয় ওই এলাকায়। এই আন্দোলনের জেরে স্টেট ব্যাঙ্কের ওই শাখায় আজ কোন কাজকর্ম হতে পারেনি।

নিরাপত্তাকর্মীদের হুশিয়ারি, বেআইনিভাবে কর্মীদের চাকরি থেকে বরদাস্ত করা যাবে না। প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

Share.
Leave A Reply

Exit mobile version