কলকাতা ব্যুরো: কাল থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তোলার জন্য নতুন নিয়ম চালু করল কর্তৃপক্ষ। যদি কোন গ্রাহক ১০ হাজার টাকার বেশি একবারে অ্যাকাউন্ট থেকে তুলতে চান সে ক্ষেত্রে শুধু আর কার্ড মেশিনে দিলেই হবে না, এখন থেকে ১০ হাজার টাকা বা তার বেশি তুলতে হলেই এসবিআই এর ডেবিট কার্ড এটিএম-এ ব্যবহার করলে, মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি সংখ্যা পিন নম্বর হিসেবে সঙ্গে সঙ্গে মেশিনে দিতে হবে। তাহলেই টাকা তোলা যাবে।

মূলত নিরাপত্তার স্বার্থেই এবছর জানুয়ারি মাসে এই নিয়ম চালু করেছিল এস বি আই। কিন্তু এতদিন তা ছিল মূলত রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যেত। কিন্তু এখন থেকে দিনের যেকোনো সময় দশ হাজার টাকা বা তার বেশি এটিএম থেকে তুলতে গেলে মোবাইল সঙ্গে থাকতেই হবে।

Share.
Leave A Reply

Exit mobile version