কলকাতা ব্যুরো: চারিদিকে শুরু হয়ে গেছে কালীপুজো। তারাপীঠ থেকে কালীঘাট হয়ে দক্ষিণেশ্বর– সর্বত্রই চলছে কালীপুজো। কোথাও চলছে হোম, যজ্ঞ, কোথাও বা অঞ্জলি চলছে।

যেসব পরিচিত জায়গায় কালীপূজো হচ্ছে, সেখানে কিন্তু ভিড় আজও হয়েছে। স্বাস্থ্য বিধি মেনেই মানুষ আসছেন পুজো দিতে। আর ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

শুধু তারাপীঠ বা কালীঘাট নয়, দেশের যেসব শক্তিপীঠ রয়েছে, সর্বত্রই চলছে এখন শক্তির আরাধনা। শুধু তাই নয় যেসব জায়গায় মন্দির রয়েছে, এমনকি পথের ধারের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছেন ভক্তরা।
তবে এখনও পর্যন্ত কোথাও এমন ভিড় নজরে পড়েনি যার জন্য স্বাস্থ্যবিধি নিয়ে চিন্তা বাড়তে পারে। সকলেই স্বাস্থ্যবিধি মেনে যথাসম্ভব দূরত্ব বজায় রেখেই পুজা চলছে কালী ঠাকুরের।

Share.
Leave A Reply

Exit mobile version