কলকাতা ব্যুরো: বেলভিউ হাসপাতালের সামনে পুলিশি নিরাপত্তার কড়াকড়ি শুরু করলো। গার্ড রেল দিয়ে পুলিশ বিভিন্ন রাস্তা বন্ধ করতে শুরু করল বেলভিউয়ের আশপাশে। হাসপাতালের বিভিন্ন রাস্তা বন্ধ শুরু হতেই ভি ভিয়াইপিদের আসার জল্পনা বাড়লো। এই হাসপাতালেই গত ৪০ দিন ধরে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রায় দেড় মাসে বিভিন্ন সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। অঙ্গ-প্রত্যঙ্গ সারা দেয়নি । যদিও চিকিৎসকদের চেষ্টায় আবার তিনি সুস্থ হয়েছেন। কিন্তু শুক্রবার থেকে তার পরিস্থিতি উদ্বেগজনক ভাবেই খারাপ হতে শুরু করে। শনিবার থেকে তার স্নায়ু অকেজো হয়ে যায়।
একটু আগেই বেলভিউ হাসপাতালে হাজির হয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা সহ পুলিশের শীর্ষ কর্তারাও একে একে হাজির হচ্ছেন প্রবল জল্পনা তৈরি হয়েছেন। পুলিশি নিরাপত্তা বাড়াতে দেখে জল্পনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসার ব্যাপারে। ফলে সব মিলিয়ে সৌমিত্রবাবুকে নিয়ে দুশ্চিন্তা তীব্র হয়েছে তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে।