কলকাতা ব্যুরো : স্পেশাল ট্রেন চলবে দশেরা , দিওয়ালি আর ছট পূজোকে কেন্দ্র করে। উৎসবের মরশুমে এমনিতেই ট্রেনের চাহিদা বেশি থাকে। এবারে করোনা পরিস্থিতিতে স্বাভাবিক ট্রেন চলাচল একেবারেই বন্ধ। শুধু স্পেশাল ট্রেন চলছে। কিন্তু প্রায় সব ট্রেনেই ওয়েটিং লিস্ট ১০০ থাকছে। তাই রেলওয়ে আরো কিছু নতুন ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সিএনবিসি-র খবর, রেলওয়ে ১২০ টি ফেস্টিভ স্পেশাল ট্রেন চালাবে দশেরা, দিওয়ালি আর ছট পূজাকে কেন্দ্র করে। এই সময় বহু মানুষ বাড়ি যান। কিন্তু যে সব ট্রেনগুলোর পরিষেবা পাওয়া যাচ্ছিল সেগুলোর রিজার্ভেশন শেষ হয়ে গেছে। এই পরিস্থিতিতে যাত্রীদের কথা ভেবে ১২০ টি বিশেষ ট্রেন চলবে সারা দেশে। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সবুজ সংকেত পাওয়া যাবে বলে আশাবাদী রেল।

জানা গেছে, এ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে কথা চলছে রেলওয়ে বোর্ডের। এই মুহূর্তে দেশজুড়ে ২৩০ টি ট্রেন চলছে। এর মধ্যে ৩০ টি রাজধানী। এদিকে জানা যাচ্ছে, উৎসব মরশুমে ১২০ টি ট্রেনের জন্য সব সরকার রাজি নয়।

Share.
Leave A Reply

Exit mobile version