কলকাতা ব্যুরো: স্পেশাল ম্যারেজ আইনে বিয়ের ক্ষেত্রে গোপনীয়তার যে ধারা রয়েছে তা লঙ্ঘিত হচ্ছে। একই সঙ্গে সংবিধানের সমানাধিকারের ধারা এবং ভাব প্রকাশের অধিকারের ধারাও লঙ্ঘিত হচ্ছে এই আইনে বিয়ের ক্ষেত্রে। এই অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করলেন আইনের এক স্টুডেন্ট।

স্পেশাল ম্যারেজ অ্যাক্ট (১৯৫৪) অনুযায়ী কেউ বিয়ে করতে চাইলে তাদের গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে অভিযোগ মামলাকারীর। কারণ তারা একমাস আগে ম্যারেজ অফিস এর কাছে নোটিশ দেওয়ার পর তা ওই ম্যারেজ অফিসারকে প্রকাশ্য জায়গায় টাঙিয়ে দিতে হয়। এতেই বিয়ে ইচ্ছুক এক যুবক- যুবতীর গোপনীয়তা নষ্ট হচ্ছে বলে মামলায় দাবি করা হয়েছে। একইসঙ্গে মামলায় বক্তব্য, হিন্দু ম্যারেজ অ্যাক্ট বা মুসলিম আইনে এই সমস্যা হয় না। সে ক্ষেত্রে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টেই যে সমস্যা হচ্ছে তা সমাধানের দাবি তুলেছেন ওই মামলাকারী।

ইতিমধ্যেই কেরালা সরকার ম্যারেজ এর নোটিশ স্ক্যান করে ওয়েবসাইটে তোলা বন্ধ করে দিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version