কলকাতা ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া আফিস। পূর্বাভাস মতোই গত দু-দিন একটানা রাজ্যজুড়ে বৃষ্টি হচ্ছে. যার প্রভাব পড়েছে সর্বত্র। কলকাতার বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল ৷ এর ফলে জনজীবন প্রায় বিপর্যস্ত ৷ বাদ নেই হাওড়া জেলাও ৷ এখানে বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। এমনকি, জলমগ্ন পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লাইনও।
সোমবার পূর্ব রেলের তরফে একটি ট্রেন দেরিতে ছাড়ার কথা জানালেও মোটের উপর দক্ষিণ পূর্ব রেলের তরফে পরিস্থিতির উপরে নজরদারি রাখার কথা জানানো হয়। এই পরিস্থিতিতে বেশ কিছু ট্রেনের সময় বদল করেছে রেল কর্তৃপক্ষ ৷
সময়সূচি বদল হয়েছে যে সব ট্রেনের–
০৮৬৪৫ হাওড়া-হায়দরাবাদ স্পেশ্যাল ট্রেন, যা হাওড়া স্টেশন থেকে সকাল ১১.৩০ মিনিটে ছাড়ে । সেই ট্রেন এখন হাওড়ার পরিবর্তে শালিমার স্টেশন থেকে বেলা ১২.৩০ মিনিটে ছাড়বে ৷
০২০৮৭ হাওড়া-পুরী স্পেশ্যাল ট্রেন, সকাল ৯.২০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে সকাল ১০.২০ মিনিটে ছাড়ার কথা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল।
পাশাপাশি ০২২৪৫ হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন সকাল ১০.৩০ মিনিটে হাওড়া স্টেশনের বদলে সাঁতরাগাছি স্টেশন থেকে বেলা ১১.৫০ মিনিটে ছাড়ে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
একইভাবে ০৮৬২৭ হাওড়া-রাঁচি স্পেশ্যাল ট্রেন দুপুর ১২.৫০ মিনিটে হাওড়া স্টেশনের বদলে খড়গপুর স্টেশন থেকে বেলা ২.৩০ মিনিটে ছাড়ে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
০৬৫৯৮ হাওড়া-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন বেলা ১২.৪০ মিনিটে হাওড়া স্টেশনের পরিবর্তে খড়গপুর স্টেশন থেকে বেলা ১.৪০ মিনিটে ছাড়ে বলে ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল।
যদিও পূর্ব রেলের তরফ থেকে এখন ট্রেনের সময়সূচি পরিবর্তনের কোনও ঘোষণা করা হয়নি । ট্রেনের ট্র্যাকে জল জমা ও সিগন্যাল ব্যবস্থার উপরে নজরদারি রাখা হচ্ছে বলে দুই রেল শাখার তরফ থেকে জানা গিয়েছে ।