ইন্দ্রনীল বসু

অনেক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন উত্তম কুমার। কিন্তু উত্তমের জুটি বলতে একজনকেই চিনতো বাঙালি। আর সেটা হলো সুচিত্রা সেন। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় কোনো একজন নায়িকার নায়ক বলে কোনোদিন পরিচিত ছিলেন না। সৌমিত্র সবার। সব নায়িকার সঙ্গেই বিভিন্ন ছবিতে সমান সাবলীল ভাবে কাজ করে গেছেন কিংবদন্তি এই অভিনেতা।

প্রথম ছবি সত্যজিতের অপুর সংসার। সেই শুরু কাজ। নায়িকা শর্মিলা ঠাকুর। যদিও সে ছবিতে শর্মিলার উপস্থিতি কম। তবুও সৌমিত্র সহজ, সাবলীল অভিনয় শর্মিলার সঙ্গে। পরে আরো অনেক ছবি করেছেন সৌমিত্র। সত্যজিতের অভিযান ছবিতে নায়ক ছিলেন তিনি। নায়িকা তকনকার বলিউড কাপানো ওয়াহিদা রেহমান। সিং জির ভূমাকে কি অসাধারণ অভিনয় সৌমিত্রর। আর ওয়াহিদার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন কি সুন্দর ভাবে। পরে বেশ কয়েকটি ছবি করেছেন তানুজার সঙ্গে । তনুজা বলতেই মনে পরে তিন ভুবনের পারে আর সৌমিত্রর সেই বিখ্যাত টুইস্ট নাচের সঙ্গে গান ” কে তুমি নন্দিনী’। কী অসাধারণ অভিনয় দক্ষতা সৌমিত্রর। ডায়ালগ আর অভিনয়ে সমানে সমানে বলিউড অভিনেত্রীদের সঙ্গে টক্কর দিয়েছেন সেই সময় বাংলার এই নায়ক।

পরে সিমি গারেওয়াল আর শর্মিলার সঙ্গে আর একটি ছবি করেছিলেন সৌমিত্র – অরণ্যের দিনরাত্রি। সেখানেও কতখানি সহজ তার অভিনয়। বাংলাদেশের ববিতার সঙ্গে সত্যজিতের ছবি অশনি সংকেত । কি অসাধারণ অভিনয় সৌমিত্রর এক গ্রাম্য পণ্ডিতমশাই এর ভূমিকায়। পরে ঘরে বাইরে এবং বেলাশেষে নামে দুটি ছবিতে তার নায়িকা ছিলেন স্বতিলেখা। সেখানেও সৌমিত্রর অভিনয় তারিফযোগ্য। অবশ্য নাটক করার দৌলতে স্বতিলেখার সঙ্গে সৌমিত্রর পরিচয় অনেকদিনের। কিন্তু বেলাসেশেতে বার্ধক্যের ছবি আর ভয় ভাবনা যে ভাবে ফুটিয়ে তুলেছেন শেষ বয়সে এসে তা বাঙালি দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। মাধবী মুখোপাধ্যায় এর সঙ্গে ছদ্দবেশী করেছিলেন উত্তম কুমার। হিট ছবি। আর সৌমিত্র করলেন সত্যজিতের পরিচালনায় রবীন্দ্রনাথের ছোটো গল্প নষ্টনীড় অবলম্বনে চারুলতা। কি অসামান্য অভিনয় সৌমিত্রর। এছাড়া সুচিত্রার সঙ্গে সাত পাকে বাঁধা, অপর্ণার সঙ্গে আকাশ কুসুম ও বসন্ত বিলাপ । তবে অপর্ণা তো তার ঘরের লোক , পারিবারিক বন্ধু। এদের সঙ্গে তো সাবলীল আর সহজ অভিনয় করবেন এটাই স্বাভাবিক। কিন্তু বলিউড অভিনেত্রীদের মুখে তার যা ট্যারিফ শোনা গেছে তাতে তিনি যে শুধু বিখ্যাত এটা বললে কম বলা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version