কলকাতা ব্যুরো: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। করোনার মধ্যেই অভিনেতার প্রোস্টেট ক্যান্সার ফুসফুস ও মস্তিষ্কে ছড়িয়ে গিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। তার মূত্রথলিতে ও সংক্রমণ দেখা দিয়েছে। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের মধ্যে।
গত শুক্রবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্বিতীয়বার প্লাজমা থেরাপি তে কিছুটা উন্নতি লক্ষ্য করা গিয়েছিল। যদিও এদিন রাতে বেলভিউ নার্সিংহোম জানিয়েছে, সৌমিত্রবাবুর মধ্যে অস্থিরতা বেড়ে গিয়েছে। সূত্রের খবর, রাতেই তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে।
Previous Articleগুলমার্গ, ডাল লেকে পর্যটক টানতে বাংলার দরজায় কাশ্মীর
Next Article ৪ নভেম্বর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করলো বাংলাদেশ