কলকাতা ব্যুরো : টানা চল্লিশ দিনের ওপর যুদ্ধ। তারপরও শেষরক্ষা হলো না। প্রয়াত হলেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১২ টা ১৫ এ মারা যান তিনি।
তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল চলে আসেন প্রায় প্রথম সারির সব শিল্পী আসেন মুখ্যমন্ত্রী সহ তার মন্ত্রিসভার সদস্য। ৪০ দিন হলো বেলভিউ হাসপাতালে কো মর্বিটি আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন সৌমিত্র। পরে করোনা ধরা পরে। আবার তার সেরে গেলেও অন্যান্য জটিলতা দেখা দেয় তার। কখনোও চিকিৎসায় সাড়া দিচ্ছেন, আবার কখনোও অসুস্থ হয়ে পড়ছেন। যমে মানুষে যেনো টানাটানি চলছিল। কিন্তু কিছুদিন হলো অবস্থার গুরুতর অবনতি হয়।
আজ বিকালে পরিবারের সদস্যদের ডেকে পাঠিয়ে হাসপাতাল সূত্রে তা জানানো ও হয়। অনেকেই আশা করেছিলেন এ যাত্রা তেও সেরে উঠে বাড়ি ফিরবেন সৌমিত্রবাবু । কিন্তু তা আর হয়ে উঠলো না।
সত্যজিৎ রায়ের অপুর সংসার দিয়ে তার অভিনয় জগতের সূচনা। পরে ফেলুদা, তিন ভুবনের পারে, সাতপাকে বাঁধা র মত বহু ছবি করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। উত্তম কুমারের পর অমন অভিনয় পারদর্শিতা ও দর্শকদের তারিফ খুব কম অভিনেতা পেয়েছেন। তার মৃত্যুর খবরের টলিউড এবং সারা বাংলায় গভীর শোকের ছায়া নেমে আসে।