কলকাতা ব্যুরো: এখনো সঙ্কটজনক। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাইপ্যাক ভেন্টিলেশন তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তাই আপাতত খুলে দেওয়া হয়েছে বাইপ্যাক সাপোর্ট। তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়ার আপাতত কোনো প্রয়োজন নেই বলেই মনে করছেন চিকিৎসকরা। তবে আজ তাঁর ফের করোনা পরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। হাসপাতালের তরফে জানা গিয়েছে, এখনও তাঁর অবস্থা সঙ্কটজনক, তবে স্থিতিশীল। চিকিৎসায় খানিকটা সাড়া দিচ্ছেন তিনি।
করোনা আক্রান্ত হয়ে কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে গত কয়েকদিন ধরেই চিকিৎসাধীন তিনি। ১৬ জন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।
বয়স ছাড়াও তাঁর কো-মর্বিডিটির অন্যান্য সমস্যাগুলি এবং দেহে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাই বেশি ভাবাচ্ছে চিকিৎসকদের। ইতিমধ্যেই তাঁর দুই দফায় প্লাজমা থেরাপিও করা হয়েছে বর্ষীয়ান ওই অভিনেতার।