কলকাতা ব্যুরো: এনামুল হককে দিল্লি থেকে কলকাতায় আনতে পারল না সিবিআই। শুক্রবার তাকে গ্রেপ্তার করলেও শনিবার দিল্লির স্পেশাল আদালতে তোলার আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে আদালতে হাজির করতে পারেনি সিবিআই। আদালত সিবিআইয়ের নথিপত্র দেখার পর জানিয়ে দেয়, এনামুল হাসপাতাল থেকে বেরোনোর আগে পর্যন্ত তাকে হেফাজতে নেওয়ার আবেদন করা যাবে না। যদিও সিবিআই আগামী সোমবার বেলা ১২ টার মধ্যে এনামুলকে হাজির করতে চায় কলকাতায় আদালতে।

শুক্রবার সকালে গোরেগাঁও এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তারের পর টানা তাকে জেরা করে সিবিআই। এনামুলের থেকে বাংলাদেশে গরু পাচার এই চক্র আরো কিছু প্রভাবশালীর নাম ছিল বলে অভিযোগ। যেমন বেশ কিছু বিএসএফ অফিসার ও রাজনীতির প্রভাবশালীর নাম উঠে এসেছে বলেও দাবি তদন্তকারীদের। কিন্তু এদিন তাকে কলকাতায় আনতে পারায় কিছুটা বিরম্বনা বেড়েছে তদন্তকারীদের।

যদিও সিবিআই গরু পাচারের অভিযোগে মালদা, মুর্শিদাবাদ ছাড়াও বসিরহাটের প্রভাবশালী কিছু মাতব্বরের উপরে এবার নজর দিচ্ছে। সিবিআই তদন্তে অন্যদিকে এই পাচারের অভিযোগে বিএসএফের সঙ্গে বেশ কিছু প্রভাবশালীদের এবার টানাপোড়েন শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version