কলকাতা ব্যুরো: কেন্দ্রীয় কৃষি বিলের প্রতিবাদে এনডিএ ছাড়লো শিরোমনি অকালি দল। এনডিএ-র অন্যতম এবং পুরানো শরিক ছিলো প্রকাশ সিং বাদলের দল। ১৯৯৮ সালে বাজপেয়ি ও আদবানির নেতৃত্বে এনডিএ তৈরির পর থেকে তার অন্যতম সহযোগী ছিলো শিরোমনি অকালি দল।
কেন্দ্রের কৃষি বিল নিয়ে সরকারের সমালোচনায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন ওই দলের একমাত্র মন্ত্রী। যদিও তিনি জানিয়েছিলেন, এখনই জোট ছাড়ছে না দল। কিন্তু এদিন জোট ত্যাগ করলো অকালি দল। ইতিমধ্যেই পাঞ্জাব এবং হরিয়ানায় শুরু হয়ে গিয়েছে জোরদার কৃষক আন্দোলন। এদিনও রেল রোকো কর্মসূচি পালন করা হয় কৃষক সংঘর্ষ কমিটির তরফে। একইসঙ্গে দেশের নানা প্রান্তেই এই ইস্যুতেশুরু হয়েছে কৃষক আন্দোলন।
Previous Articleকামালগাজি বাইপাস সংস্কারের কাজ শুরু
Next Article গণ পরিবহন সংক্রমনের উৎস কি না, শঙ্কা রাজ্যে