কলকাতা ব্যুরো: সুখবর। পর্যটকদের জন্য অক্টোবরেই খুলছে সিকিম। ফলে পুজোর বেড়ানোর পরিকল্পনাটা করতে পারেন সিকিমকে ঘিরেই। ইতিমধ্যেই রাজ্যের শৈল শহর দার্জিলিং এর পর্যটন কেন্দ্রগুলিও খোলার অনুমতি মিলেছে।

তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র দেশীয় পর্যটকদের জন্যই খুলছে সিকিম। আপাতত সরকারি ভাবে নথিভুক্ত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে বুকিং করা যাবে। প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে ওয়েবসাইটে। লাগবে তিনদিন আগে করা কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।

খসড়া অনুযায়ী, আপাতত রংপো এবং মেল্লি এই দুটো এন্ট্রি পয়েন্ট দিয়েই সিকিমে প্রবেশ করতে হবে। প্রথম পর্যায়ে ২ হাজার ৫০০ রুম চালু করা হবে। তবে হোটেলগুলিকে বলা হয়েছে, ৫০ শতাংশ শয্যা খালি রাখতে হবে করোনা মোকাবিলায় স্বাস্থ্য বিধির কারণে।

Share.
Leave A Reply

Exit mobile version