কলকাতা ব্যুরো: পুরভোটের আগে রাজনৈতিক অশান্তিতে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটা। দিনেদুপুরে শুটআউটের ঘটনায় ছড়িয়ে পড়ল চাঞ্চল্য। শনিবার দুপুরে ৭ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর স্বামীকে লক্ষ্য করে চলল গুলি। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে।

জানা গিয়েছে, দিনহাটা থেকে তাঁকে কোচবিহার শহরে স্থানান্তরিত করা হচ্ছে বলে খবর। কাঠগড়ায় এলাকার পলাতক বিজেপি নেতা। দিনকয়েক আগেই তিনি বাড়িতে ফিরেছেন বলে খবর। তাঁর বাড়ি থেকেই গুলি চলে বলে অভিযোগ তৃণমূল শিবিরের। এ নিয়ে ফের তপ্ত হয়ে উঠল দিনহাটা। প্রতিবাদে উদয়ন গুহর নেতৃত্বে ঘেরাও দিনহাটা থানা।

স্থানীয় সূত্রে খবর, ৭ নং ওয়ার্ডের ঘাসফুল শিবিরের প্রার্থী মিঠু দাসের স্বামী তাপস দাস বিধায়ক উদয়ন গুহর অনুগামী বলে পরিচিত। শনিবার ২নং ওয়ার্ড এলাকা দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিলেন। সেসময়ই তাঁকে লক্ষ্য করেই গুলি চলে বলে অভিযোগ। তাপস দাসের শরীরে গুলি লাগে। তাঁকে সংকটজনক অবস্থায় দিনহাটা থেকে কোচবিহারে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এলাকার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি থেকেই গুলি চলেছে।

জানা গিয়েছে, একুশের বিধানসভা ভোটের ফলপ্রকাশের দিন কয়েক পর উদয়ন গুহর উপর হামলা চলেছিল। তাঁর হাত ভেঙে গিয়েছিল। সেবার দিনহাটা থেকে তিনি ভোটে পরাজিত হয়েছিলেন। তারপরও কেন হামলা, সেই প্রশ্নে সেসময় সরগরম হয়ে উঠেছিল দিনহাটা। সেবারও নাম জড়িয়েছিল বিজেপি নেতা অজয় রায়ের। সেই ঘটনার পর থেকে পলাতক ছিলেন অজয়।

দিনকয়েক আগেই তিনি বাড়িতে ফিরেছেন। আর শনিবার সেই অজয় রায়ের বাড়ি থেকেই গুলি চলে বলে অভিযোগ। তৃণমূল শিবিরের অভিযোগ, পুরভোটে অশান্তি ছড়ানোর জন্যই অজয় রায় ফিরেছেন। তাই তাঁর নেতৃত্বে হামলা চলেছে। ঘটনার প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করেছেন তৃণমূল নেতা, কর্মীরা।

Share.
Leave A Reply

Exit mobile version